মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান,সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এদিন কুতুবপুর ইউনিয়ন পরিষদ ৭নং ওয়ার্ডের মেম্বার পদে নির্বাচনে আবারো ফুটবল মার্কা প্রতীক পেয়েছে জাহাঙ্গীর আলম ।
বুধবার(২৭ অক্টোবর)সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কার্যালয় থেকে এ প্রতীক দেওয়া হয় তাকে।
প্রতীক পেয়ে জাহাঙ্গীর আলম বলেন, গত নির্বাচনে ৭ নং ওয়ার্ডবাসী আপনারা বিপুল ভোটে আমাকে ভোট দিয়ে বিজয় করেছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। এবারের নির্বাচনে আবারো আপনাদের ভোট ও দোয়া কামনা করছি। আমি মেম্বার থাকাকালীন সময়ে এলাকার উন্নয়ন করার চেষ্টা করেছি। যতটুকু সম্ভব আমি ৭নং ওয়ার্ডে উন্নয়ন করেছি। যদি এবার আমি নির্বাচনে জয়লাভ করতে পারি বাকি কাজগুলো সর্বপ্রথম সমাপ্ত করব। তাই আপনারা পুনরায় আমাকে ফুটবল মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করুন এই প্রত্যাশাই ৭নং ওয়ার্ড বাসীর কাছে কামনা করছি।
ইতিমধ্যেই আমি রসুলপুর থেকে মাদক পুলিশের সহায়তায় দূর করতে সক্ষম হয়েছি। যদি আমি আপনাদের দোয়া ও আশীর্বাদে মেম্বার পদে জয়লাভ করতে পারি তাহলে আপনাদের সুখে দুখে সবসময় পাশে থাকবো। তাই আমি আপনাদের সকলের মূল্যবান ভোট কামনা করছি।
তাই আগামী ১১ নভেম্বর ফুটবল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।
উল্লেখ্য যে,আগামী ১১ নভেম্বর ২য় ধাপে অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ জেলার ৩ উপজেলার ১৬ ইউপি সহ সারাদেশে ৮৪৮ ইউনিয়ন পরিষদের নির্বাচন। তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের মনোনয়নপত্র ক্রয় শুরু হয়েছে ৩ অক্টোবর থেকে এবং জমা দেয়ার শেষ সময় ১৭ অক্টোবর,বাছাই হয়েছে ২১ অক্টোবর ,প্রত্যাহারের শেষ সময় ২৬ অক্টোবর,প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর। ভোট হবে ১১ নভেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।