শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার পদ-প্রার্থী সাইদুর রহমান তুহিন প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। তার প্রতীক মোরগ মার্কা।
(২৭ ) বুধবার সকালে জেলা নির্বাচন অফিস থেকে প্রতীক বরাদ্দ দেওয়া হলে, মেম্বার প্রার্থী সাইদুর রহমান তুহিন সন্ধায় আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন।
তিনি বুধবার সন্ধা থেকে রাত ৮ টা পর্যন্ত ৭নং ওয়ার্ডের মুরুব্বিদের সাথে নিয়ে ভোটারদের কাছে দোয়া ও ভোট চান।
উল্লেখ্য যে,আগামী ১১ নভেম্বর ২য় ধাপে অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ জেলার ৩ উপজেলার ১৬ ইউপি সহ সারাদেশে ৮৪৮ ইউনিয়ন পরিষদের নির্বাচন। তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের মনোনয়নপত্র ক্রয় শুরু হয়েছে ৩ অক্টোবর থেকে এবং জমা দেয়ার শেষ সময় ১৭ অক্টোবর,বাছাই হয়েছে ২১ অক্টোবর ,প্রত্যাহারের শেষ সময় ২৬ অক্টোবর,প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর। ভোট হবে ১১ নভেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।