রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় আপন দাদার বিরুদ্ধে ১৪ বছর বয়সী নাতনিকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দাদা কাজেম আলী হাওলাদারকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা-পুলিশ।
(১৪ নভেম্বর) রোববার দুপুরে তাকে পাগলা রসুলপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। কাজেম আলী হাওলাদার পটুয়াখালী জেলার তালতলা থানার বাসিন্দা। তিনি ফতুল্লায় ভাড়াটিয়া হিসেবে বাস করেন।
ফতুল্লা থানার ওসি রাকিবুজ্জামান জানান, নির্যাতিত কিশোরীর মা দুই বছর পূর্বে মারা যান। পরে কিশোরীর বাবা দ্বিতীয় বিয়ে করে অন্যত্র বসবাস শুরু করেন। তখন থেকে কিশোরী তার দাদা-দাদির সঙ্গে বর্তমান ঠিকানায় বসবাস করে আসছিল। একটি কক্ষের ভেতরেই দাদা-দাদির সঙ্গে একই বিছানায় রাত্রি যাপন করত কিশোরী। চলতি বছরের আগস্ট মাসের ১৭ তারিখ রাতে কিশোরীকে প্রথমবারের মতো ধর্ষণ করেন দাদা কাজেম আলী। পরবর্তীতে তিনি একাধিকবার কিশোরীকে ধর্ষণ করেন।
তিনি আরও জানান, এ নিয়ে কিশোরী তার দাদিকে অবগত করলে তিনি কারও সঙ্গে বিষয়টি শেয়ার না করার জন্য বলেন। একই সঙ্গে কিশোরীকে ওষুধ সেবন করানো হয়। সর্বশেষ শুক্রবার রাতে কিশোরীকে আবারও মুখ চেপে ধর্ষণের চেষ্টা করলে কিশোরী বাধা প্রদানসহ ঘর থেকে বেরিয়ে গিয়ে একই এলাকায় বসবাস করা মামার বাড়িতে চলে যায়।
শনিবার মামার সহযোগিতায় থানায় এসে অভিযোগ করলে পুলিশ মামলা করে অভিযুক্তকে গ্রেফতার করে। স্বাস্থ্য পরীক্ষার জন্য কিশোরীকে হাসপাতালে পাঠানো হয়েছে।