বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৩:৫২ অপরাহ্ন

মাদক ব্যবসা ছেড়ে সমাজ গঠনের কাজে আসার আহবান জানালেন ফরিদ আহমেদ লিটন

সংবাদ নারায়ণগঞ্জ:- জোড়পুল যুব সংগঠনের উদ্যোগে ডে নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

(২৬ নভেম্বর) শুক্রবার রাতে ফতুল্লা রেল স্টেশন জোড়পুল সংলগ্ন বালুর মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সুজনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ আহমেদ লিটন।

সংক্ষিপ্ত বক্তব্য ফরিদ আহমেদ লিটন বলেন, আমি প্রথমেই যুব যুব সংগঠনের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এমন একটি আয়োজন করার জন্য। খেলাধুলা যুবকদের মাদক থেকে বিরত রাখে। খেলাধুলা করলে শরীর ও মন দুটোই ভালো থাকে। তাই আমি আবারও এমন একটি টুর্নামেন্ট আয়োজন করায় তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।

মাদকের বিরুদ্ধে লিটন বলেন, মাদক সমাজকে ধ্বংস করে দেয়। যারা মাদকের ব্যবসা বা মাদক নিয়ন্ত্রণ করছেন তাদেরকে আমি সাবধান করে দিচ্ছি আপনারা সবাই মাদক ব্যবসা ছেড়ে সমাজ গঠনের কাজে এগিয়ে আসুন। তা না হলে আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এ সময় উপস্থিত ছিলেন, ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক নিয়াজ মহাম্মদ মাসুম, কার্যকরী সদস্য আব্দুল আলিম লিটন, ফতুল্লাহ রিপোটার্স ক্লাবের কার্যকরী সদস্য মনির হোসেন, ফতুল্লা ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মোঃ হাসেমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD