শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস বাঙালি জাতির আনন্দ-উৎসবের দিন। এই দিনটি উপলক্ষে ওয়ালটন প্লাজা পাগলা শাখার উদ্যোগে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
(১৬ ডিসেম্বর) বৃহস্পতিবার বেলা ১০ টায় পাগলায় ওয়ালটন প্লাজার প্রতিষ্ঠানটির শো রুমের সামনে হতে র্যালিটি পাগলা বাজার এলাকার সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, ওয়ালটন প্লাজা পাগলা শাখার এরিয়া ম্যানেজার কাজী আরিফ, ওয়ালটন প্লাজা পাগলা শাখার ম্যানেজার আব্দুল বারেক।
এতে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ ফতুল্লাহ আঞ্চলিক শাখার সহসভাপতি আবুল হোসেন, বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার সাধারণ সম্পাদক জজ মিয়া, স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম লাল, স্বপন রায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
উল্লেখ্য, বিজয়ের ৫০ বছর উদযাপন করছে বাংলাদেশ। এ মাহেন্দ্রক্ষণকে সামনে রেখে শুরু হলো ‘ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৩’।
ক্যাম্পেইনের আওতায় দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম কিংবা অনলাইন ই-প্লাজা থেকে ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, ওভেন, ব্লেন্ডার, গ্যাস স্টোভ, রাইস কুকার ও ফ্যান কিনে ক্রেতারা পেতে পারেন ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। থাকছে ৫০ হাজার ফ্রি পণ্য। ১৬ ডিসেম্বর থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এসব সুবিধা পেতে থাকবেন গ্রাহক।