শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আদালতে আনা হয়নি জাকির খানকে, আদালতের বাহিরে বিক্ষোভ মিছিল রূপগঞ্জে পিকনিকে ট্রলারে সন্ত্রাসী হামলা:দুইদিন পর শীতলক্ষ্যা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধ সায়েন্স ল্যাব এলাকায় শিক্ষার্থী-ছাত্রলীগ ধাওয়া পাল্টা ধাওয়া কোটা সংস্কারের দাবিতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা সোনারগাঁয়ে মেয়েকে ধর্ষণের ঘটনায় বাবার যাবজ্জীবন কারাদণ্ড সাদিক অ্যাগ্রোর মালিকসহ সাতজনের বিরুদ্ধে দুদকের মামলা একই রশিতে গলায় ফাঁসি দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা ছাগলকাণ্ডে মতিউর রহমানের সম্পত্তি ক্রোকের আদেশ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের হামলায় যুবলীগ নেতা আহত ফতুল্লায় আওয়ামী লীগ নেতা হত্যার ঘটনায় আরো ৯ জন গ্রেপ্তার

কুতুবপুরে কোন সন্ত্রাসীদের ঠাঁই হবে না-সেন্টু

সংবাদ নারায়ণগঞ্জ:- কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু বলেছেন, কুতুবপুরে ইদানিং একটি বড় সমস্যা দেখা দিয়েছে। সে সমস্যাটি হল কুতুবপুরে বাড়ি নির্মাণ করতে গেলেই নেতাদের কাছ থেকে ইট, বালু, রড ও সিমেন্ট নিতে হবে তা না হলে বাড়ি নির্মাণ কাজে বাধা প্রদান করে। আমি সেই সকল নেতাদের বলছি আগে যা হয়েছে হয়েছে এখন এসব চলবে না। বাড়ির মালিকরা যার কাছ থেকে ইচ্ছে, যেখান থেকে ইচ্ছে, সেখান থেকে তাদের নির্মাণ সামগ্রী ক্রয় করবে এতে বাধা দিলে এর পরিণাম ভালো হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে দেলপাড়া মীরকুঞ্জ পার্টি সেন্টারে প্রগতি ছাত্র ও যুব সংসদ এর অভিষেক
অনুষ্ঠান এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, এবার আমি নির্বাচন করতে চাইনি কিন্তু জনগণ একেএম শামীম ওসমানের কারণে এভাবে নির্বাচন করেছি। তাই কেউ জনতা এ কে এম শামীম ওসমানের সম্মান ক্ষুন্ন করবে সেটা আমি কুতুবপুরে হতে দেবো না। এবং কুতুবপুরে কোন সন্ত্রাসী বাহিনী চাঁদাবাজদের ঠাঁই হবে না।

সেন্টু আরো বলেন, প্রগতিশীল ছাত্র যুব সমাজ এমন একটি অনুষ্ঠান আয়োজন করা হয় আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এমন সামাজিক মূলক অনুষ্ঠান আয়োজন করার জন্য বিভিন্ন সংগঠনের প্রতি আহ্বান করছি।

নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও প্রগতিছাত্র ও যুব সংসদের উপদেষ্টা মোঃ মোস্তফা হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রগতি ছাত্র ও যুব সংসদের উপদেষ্টা রোটারিয়ান আলহাজ্ব মোঃ মোজাম্মেল হোসেন, হাজী মিছির আলী বিশ্ববিদ্যালয় কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মোঃ ফজলুল হক সরদার, প্রগতি ছাত্র ও যুব সংসদের উপদেষ্টা মোঃ আলমগীর হোসেন ভুইয়া, হাজী মোঃ শহিদুল্লাহ,গাউসুল আজম রানা, মোঃ জামান মেম্বার ও মোঃ বাবুল মেম্বার।

প্রগতি ছাত্র ও যুব সংসদ এর সদস্য সচিব মোঃ মনির হোসেনের সার্বিক পরিচালনায় ও কুতুবপুর লাল সবুজ স্পোর্টিং ক্লাবের মহাসচিব মুহাম্মদ হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে কুতুবপুর ইউনিয়ন পরিষদের আওতাধীন ৫৮ টি স্কুলের ৮৫ জন মেধাবী শিক্ষার্থীদের হাজী আমির আলী স্মৃতি বৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করার পাশাপাশি সেরা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক সম্মাননা এবং সামাজিক ও মানবিক কল্যান কাজে অবদান রাখায় ৬২টি সামাজিক সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD