শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লা মডেল প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ‘স্মাইল এইড বিডি’ নামক একটি সামাজিক সংগঠন।
সোমবার (২০ ডিসেম্বর) রাত ৯ টার দিকে ফতুল্লা মডেল থানা সংলগ্ন উক্ত প্রেসক্লাব কার্যালয়ে হাজির হয়ে তারা এই ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এ সময় স্মাইল এইড বিডি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন-মহাসচিব-মতিউর রহমান টিটু, যুগ্ম মহাসচিব-মোজাম্মেল হক, সমাজ কল্যান সম্পাদক-তারেক সেলিম ও দফতর সম্পাদক-তোফাজ্জল হক।
অপরদিকে ফতুল্লা মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি এনামুল হক সিদ্দিকী, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, যুগ্ম সম্পাদক মো. মহসীন আলম, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান তোতা, দপ্তর ও প্রচার সম্পাদক দুলাল আহম্মেদ প্রমূখ।
ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন শেষে স্মাইল এইড বিডি’র নেতৃবৃন্দরা ফতুল্লা মডেল প্রেসক্লাবের সাফল্য কামনা করেন এবং সর্বদা পাশে থাকার অঙ্গীকার করেন।