শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- মোরক প্রতীক নিয়ে ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডে গনসংযোগ করেছেন মেম্বার প্রার্থী শেখ আমান উল্লাহ আমান।
(২২ ডিসেম্বর) বিকেলে দাপা ইদ্রাকপুর খাঁ বাড়ি রেললাইনের সামনে থেকে মোরক প্রতীকের গনসংযোগ শুরু হয়ে ৩নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
গনসংযোগ শেষে মেম্বার প্রার্থী শেখ আমান উল্লাহ আমান সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এ ওয়ার্ডের ভেতরের সড়কগুলোর বেহাল অবস্থা। জোয়ারের পানিতেও তলিয়ে যায়।বর্ষাকালে তো ডুবেই থাকে।
মেম্বার নির্বাচিত হলে জলবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে উল্লেখ করে তিনি বলেন, এখানে পরিকল্পনার অভাব। আমি মেম্বার হলে অগ্রাধিকার ভিত্তিতে আগে জলাবদ্ধতা নিরসন করবো। এজন্য নালা-নর্দমা, ড্রেন খনন করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো।