বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ নং ওয়ার্ডে টিউবওয়েল প্রতিক মেম্বার প্রার্থী মো. উজ্জল সরদার গনসংযোগ করেছেন ।
(২৩ ডিসেম্বর) বিকেলে সাহারা সিটি এলাকা থেকে টিউবওয়েল প্রতীকের গনসংযোগটি শুরু হয়ে ২নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
গনসংযোগ শেষে মেম্বার প্রার্থী মো. উজ্জল সরদার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,মানুষ আমার প্রচারণা দেখে নয়, সততা দেখে ভোট দিবে। আমি ভোটারদের কাছে যাচ্ছি। নির্বাচিত হলে ভোটের প্রতিদানে ওয়ার্ডবাসীর উন্নয়নের কাজ করে যাব।আমি নির্বাচিত হলে ভোটারদের আমার কাছে আসতে হবে না আমি নিজেই তাদের বাড়িতে গিয়ে সেবা দিব।
এ প্রার্থী বলেন, আমি মনে করি আমাদের ওয়ার্ডের সবাই আমার। কেউ দূরের বা কাছের নয়। তাই নির্বাচিত হলে জনগণের সমান অধিকার নিশ্চিত করার চেষ্টা করবো। জনগণের কল্যাণে কাজ করব ইনশাআল্লাহ।