বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৫ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগের ব্যানারে একটি অবৈধ কমিটি দিয়ে কুতুবপুর ইউনিয়ন শ্রমিক লীগের কমিটি গঠনের পাঁয়তারা করছে একটি কুচক্রী মহল।
(১ জানুয়ারি) শনিবার বিকেলে না’গঞ্জ জেলা শ্রমিক লীগের ব্যানারে এই অবৈধ কমিটি কুতুবপুর ইউনিয়নে শ্রমিক সম্মেলন করেছে।
এদিকে এই অবৈধ কমিটির সম্মেলন এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ফতুল্লা থানা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, তিনি বলেন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের ব্যানারে একটি অবৈধ কমিটি বেশ কিছুদিন ধরে কুতুবপুর ইউনিয়ন শ্রমিক লীগের কমিটি গঠনের পাঁয়তারা করে চলছে। এই কমিটি সম্পূর্ণ অবৈধ। যে কমিটির কোনো বৈধতা নেই।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই জেলা কমিটিকে অবৈধ বলে বাতিল ঘোষণা করেছেন। কিন্তু কুচক্রী মহল অবৈধ কমিটি নিয়ে ইউনিয়ন কমিটি দেওয়ার জন্য কুতুবপুরে শ্রমিক সম্মেলন করেছে। যে কমিটির অনুমোদন নেই তারা কিভাবে আবার কমিটি দেয়। যদি কমিটি দিতেই হয় তাহলে ফতুল্লা থানা শ্রমিক লীগ ইউনিয়ন কমিটি দিবে। তারা কমিটি দেওয়ার কে। আমরা এই বিষয়টি নিয়ে ভুয়া জেলা শ্রমিক লীগের কমিটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। পাশাপাশি এই ভুয়া কমিটির লোকদের কাছ থেকে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।