বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরের রসুলপুর মাঠা পট্টি এলাকায় টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের দু’জন আহত হয়েছে।
রোববার (২ জানুয়ারি) সন্ধ্যার দিকে রসুলপুর মাঠা পট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ইসলামিয়া বাজার সমিতির সভাপতি মুজিবুর রহমানের ছেলে রানা ও বাবর বাহিনীর জামাল।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মুজিবুর বাহিনী ও বাবর বাহিনীর মধ্যে টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয় এক পর্যায়ে দুই গ্রুপের সংঘর্ষে মুজিবুর ছেলে রানা ও বাবর বাহিনীর জামাল আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় দুই পক্ষেই ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।