শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:১৩ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফতুল্লা থানা শ্রমিক লীগের আনন্দ মিছিল

সংবাদ নারায়ণগঞ্জ:- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ মিছিল করেছে ফতুল্লা থানা শ্রমিক লীগ।

(১০ জানুয়ারি) সোমবার বিকেল ৩ টার সময় ফতুল্লার আলীগঞ্জ লেবার হলের সামনে থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে পঞ্চবটি প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

আনন্দ মিছিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবীর বলেন, আজ ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আমরা আনন্দ মিছিল করছি। কিন্তু আমাদের পাশে নেই আমাদের নেতা আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ। তিনি চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছেন। আমরা তার নির্দেশ মোতাবেক বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি পালন করছি। আমাদের নেতা কাউসার আহমেদ পলাশ আজ দেশে থাকলে বড় পরিসরে আমরা এই দিবসটি উদযাপন করতে পারতাম।

তিনি আরো বলেন, পাকিস্তানের বন্দীদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এদিন তিনি সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের বছরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি ভিন্ন মাত্রা ও আবেগের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে। পাকিস্তানের মিয়ানওয়ালি কারাগারে দীর্ঘ ৯ মাস কারাভোগের পর তিনি ৮ জানুয়ারি মুক্তি লাভ করেন। পরে তিনি পাকিস্তান থেকে লন্ডন যান এবং দিল্লি হয়ে ঢাকা ফেরেন।

মিছিলটি নেতৃত্ব দেন ফতুল্লা থানা শ্রমিক লীগের সভাপতি পিয়াস আহমেদ সোহেল, এসময় আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের মেম্বার জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রাহাদ, ইউনাইটেড ফেডারেশন গার্মেন্ট workers’ অফ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শাহাদাত হোসেন সেন্টু, জাতীয় শ্রমিক লীগ ফতুল্লাহ আঞ্চলিক শাখার সহসভাপতি আবুল হোসেন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম কিবরিয়া ছাত্তার।

আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা শ্রমিক লীগের সহ-সভাপতি অহিদুর রহমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক কবির হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, প্রচার সম্পাদক লিটন শিকদার, সম বিষয়ক সম্পাদক হারুন মোল্লা, মজুর শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী সালাউদ্দিন, টোলারবাগ শমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মাস্টার, ফতুল্লা ইউনিয়ন পরিষদের মেম্বার জাকির প্রদান, কুতুবপুর ইউনিয়ন পরিষদের মেম্বার ইমান আলী, শ্রমিক নেতা নুর উদ্দিন খান রয়েল, ফিরোজ মিয়া, হকার শ্রমিক ইউনিয়নের সভাপতি নূর মোহাম্মদ, দর্জি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, বক্তাবলী ইউনিয়ন শ্রমিক লীগ নেতা মোহাম্মদ রাশেদ খান, সেলিম মির্জা ও তারা মিয়া সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD