বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- সোনারগাঁওয়ে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।
(১১ ডিসেম্বর) মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার আফিয়া সিএনজি স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতের নাম সোহেল রানা। ২৫ বছর বয়সী রানা কুমিল্লার মুরাদনগর উপজেলার কদমতলী গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সোনারগাঁও আঞ্চলিক কার্যালয়ে লাইন ক্রু লেভেল-১ হিসেবে কাজ করতেন।
জানা গেছে, উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার আফিয়া সিএনজি স্টেশনের পাশের একটি খুঁটিতে বিদ্যুতের লাইন মেরামতের কাজ করছিলেন রানাসহ দুজন লাইনম্যান। খুঁটির ওপরে একটি লাইন বন্ধ করে কাজ করছিলেন রানা। তার নিচেই ছিলেন আরেক লাইনম্যান প্রভাত কুমার। হঠাৎ অন্য একটি লাইনের তারে স্পর্শ লাগলে বিদ্যুৎস্পৃষ্টে রানা ট্রান্সফরমারের ওপরে পড়ে যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সোনারগাঁও আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক গোলাম মোহাম্মদ জানান, বিদ্যুৎতের লাইন মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে রানার মৃত্যু হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, ১১ জানুয়ারি সকালে নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির সপ্তম দিনে নিখোঁজ দেড় বছরের শিশু তাসফিয়ার লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। এদিন সকালে ধর্মগঞ্জের নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। এ নিয়ে নিখোঁজ ১০ জনেরই লাশ উদ্ধার করা হলো।
এর আগে, পঞ্চম ও ষষ্ঠ দিনে তাসফিয়ার পরিবারেরর বাকি তিনজনসহ ৯ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সর্বশেষ তাসফিয়াকে উদ্ধারের মধ্য দিয়ে অভিযানের সমাপ্তি ঘোষণা করে ফায়ার সার্ভিস।