মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা থেকে মাসুম ওরফে ‘মাছি’ নামে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ও ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার দুপুর আড়াইটার দিকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মাসুম ওরফে ‘মাছি’ সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার জাহাঙ্গীর আলম ভূঁইয়ার ছেলে।
র্যাব-১১ এর এএসপি রিজওয়ান সাঈদ জিকু জানান, ‘মাছি’ ছিনতাইকারী চক্রের একজন সদস্য। মামলা হওয়ার পর থেকে সে গা ঢাকা দিয়ে কৌশলে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল। গোয়েন্দা নজরদারি ও গোপন তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান শনাক্ত করে র্যাব-১১। সোমবার দুপুরে একটি বিশেষ অভিযান চালিয়ে চিটাগাং রোড এলাকা থেকে ‘মাছি’কে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত ছিনতাইকারী মাসুম ওরফে ‘মাছি’র বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা হয়েছে। সেগুলোর বিচার কাজ এখনো চলমান।