শনিবার, ২২ মার্চ ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় আমান উল্লাহ আমান নামে এক পোশাককর্মীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। (২৮ জানুয়ারি) শুক্রবার রাত ১১টার দিকে সদর উপজেলার মাসদাইর পাকাপুল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আমানের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। তিনি ফতুল্লায় মাসদাইর পাকাপুল এলাকায় আব্দুল আউয়ালের বাড়ির ভাড়াটিয়া ও একই এলাকায় একটি গার্মেন্টসের কর্মী ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, রক্তাক্ত অবস্থায় আমানকে পড়ে থাকতে দেখেন স্থানীয় কয়েকজন। পরে তাকে একটি ফার্মেসিতে নেন তারা। অবস্থার অবনতি হওয়ায় আমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।