রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা তালতলা এলাকায় জমি দখলকে কেন্দ্র করে ভূমিদস্যু আলমগীর ভূঁইয়া ও তাজু গ্রুপের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে।
(২ ফেব্রুয়ারি) বুধবার দুপুর বারোটার দিকে কুতুবপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তালতলা এলাকার এ ঘটনা ঘটে।
আহতরা হলেন তাজউদ্দিন তাজু, তার ছেলে সহ ৫ জন। এ ঘটনায় পাগলা তালতলা এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ঘটনাস্থল থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, পাগলা তালতলা এলাকায় তাজউদ্দিন তাজু জমি রয়েছে পাশেই ভূমিদস্যু আলমগীর ভূঁইয়া ও রোকন মেম্বার জায়গা রয়েছে। এরমাঝে সরকারি কিছু খাস জমি রয়েছে। এই জায়গা দখল নিতে সকাল থেকেই ভূমিদস্যু আলমগীর ভূঁইয়া ও রোকন মেম্বারের সন্ত্রাসী বাহিনীরা সেখানে অবস্থান নেয়। এদিকে খবর পেয়ে তাইজুদ্দিন তাজু ঘটনাস্থলে পৌঁছালে তাদের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়। এক পর্যায়ে ভূমিদস্যু আলমগীর ভূঁইয়া ও মেম্বারের সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাজউদ্দীন তাজুর উপর হামলা চালায়। এবং তার ব্যবহৃত গাড়ি ভাঙচুর করে। এ হামলায় তাজউদ্দীন তাজু ও তার ছেলেসহ পাঁচ জন গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, ভূমিদস্যু আলমগীর ভূঁইয়া ও রোকন মেম্বার এলাকায় বিভিন্ন জায়গা জোরপূর্বক দখল করে। বিভিন্ন ভুয়া দলিল বানিয়ে তারা নিজের নামে নিয়ে নেয়। এর পিছন রয়েছে কুতুবপুর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন। তারা এলাকার নিরীহ মানুষদের জমি টার্গেট করে জোরপূর্বক দখল নিয়ে ভুয়া দলিল করে তাদের নামে নিয়ে নেয়। এভোমিন শিশুদের কাছে নিরহ মানুষরা নিরুপায় হয়ে পড়ে। এমনকি কিছুদিন পূর্বে পাগলা তালতলা এলাকায় আরেকটি জমি দখল নিয়েছে এই ভূমিদস্যু গ্রুপ। তাই এই ভূমি দস্যুদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে তাদের হাতে ঘটতে পারে হত্যার মতো ঘটনা।
এ ঘটনায় দুই পক্ষই থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
এ বিষয়ে আলমগীর ভাইয়ের সাথে কথা বললে তিনি জানান, এ বিষয়ে আমি কিছুই জানিনা।