শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:৫৬ পূর্বাহ্ন

সোনারগাঁয়ের পোশাক কারখানায় আগুন

সংবাদ নারায়ণগঞ্জ:- সোনারগাঁয়ের মেঘনা শিল্প নগরীর ঝাউচর এলাকায় শান ফেব্রিকস নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

(১৭ মার্চ) বৃহস্পতিবার  বিকেল পৌনে ৪ টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে মিলের বিভিন্ন ইউনিট পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে ৭ টি ইউনিট কাজ করে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুজন কুমার হালদার।

পরে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে সোনারগাঁ, আদমজী ইপিজেড, গজারিয়া ও মেঘনা গ্রুপের ৭ টি ইউনিট কাজ করে। ছুটির দিন থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। পরবর্তীতে ড্যাম্পিংয়ের কাজ করা হয়।

প্রত্যক্ষদর্শী আবুল কাশেম জানান, এ মিলের পার্শ্ববর্তী মাঠে নিয়মিতভাবে খেলাধুলা করেন তিনি। শান ফেব্রিকসে হটাৎ বিকট শব্দে আগুন ধরে যায়। পরে ৯৯৯ এ ফোন দিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুন নিয়ন্ত্রণে ৭ ইউনিট কাজ করেছে। ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যায়নি। মালিক পক্ষের সঙ্গে কথা বলে ক্ষতির পরিমাণ নির্ণয় করা হবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD