মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- ফতুল্লার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে তিন ফার্মেসীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। (২৬ ফেব্রুয়ারি) বুধবার বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা আক্তার ও মো. আজিজুর রহমান। এসময় বিপুল পরিমাণ অবৈধ ওষুধ ধ্বংস করা হয়।
জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন জানান, জেলা প্রশাসন, ওষুধ প্রশাসন অধিদপ্তর এবং জেলা পুলিশের সমন্বয়ে নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে সরকারি ওষুধ, ফুড সাপ্লিমেন্ট, মিসব্যান্ডেড ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ করা করার অপরাধে বিনিময় ফার্মেসীকে ৩০ হাজার, নবীনগর ফার্মেসীকে ১০ হাজার ও জনতা ফার্মেসীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া অভিযানকালে জব্দকৃত ৭০ হাজার টাকা মূল্যের অবৈধ ওষুধ ধ্বংস করা হয়।