মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের ৫৯তম জন্মবার্ষিকী কেক কেটে পালন করেছে কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মীর হোসেন মিরুর।
(২৮ ফেব্রুয়ারী ২০২০) শুক্রবার সন্ধায় পাগলা বৌ বাজার এলাকায় মীর হোসেন মিরুর বাড়িতে কেক কেটে জম্মদিন উদযাপন করা হয়। এসময় উপস্থিত ছিলৈন, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আঃ খালেক।
আঃ খালেক বলেন, ৫৯ বছরে পা দিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। ১৯৬১ সালের ২৮ ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। প্রয়াত আওয়ামী লীগ নেতা একেএম শামসুজ্জোহার তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে ছোট ছেলে একেএম শামীম ওসমান।
তিনি আরো বলেন, আন্তর্জাতিক ভাষা দিবসের মাসে প্রয়াত ভাষা সৈনিক একেএম শামসুজ্জোহার কনিষ্ট পুত্র নারায়ণগঞ্জের গনমানুষের নেতা সাংসদ একেএম শামীম ওসমানের ৫৯তম জন্মবার্ষিকতে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা।