বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- মোল্লা সল্ট ইন্ডাষ্টিজ লিঃ শ্রমিকদের মজুরী বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।
(১৯ মে) বৃহস্পতিবার সকালে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে ফতুল্লার দাপায় অবস্থিত মোল্লা সল্ট ইন্ডাস্ট্রিজের সামনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল এর পূর্বে ৬ দফা দাবি উল্লেখ করে নারায়ণগঞ্জ জেলা লবণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সেন্টু বলেন, আমদানি রপ্তানি, ফেনার ওয়াস ও প্যাকেজিং কাজের দর বৃদ্ধি করতে হবে।
২, নিয়োগপত্র, পরিচয় পত্র, সার্ভিস বই ও হাজির আকার দিতে হবে।
৩, দুইটি ঈদে দুইটি ঈদ বোনাস প্রদান করতে হবে।
৪, প্যাকেজিং কাজে ময়লা বাছা ও পরিষ্কার বাবদ হাজিরা দিতে হবে।
৫, ফেনার ওয়াস শ্রমিকদের মেছ ও বাসা দিতে হবে।
৬, সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কর্ম ঘন্টা করতে হবে, এবং ৫টার পর থেকে ওভারটাইম দিতে হবে।
সেন্টু আরো বলেন, যতদিন পর্যন্ত লবন শ্রমিকদের অধিকার আদায় না হবে ততদিন পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা লবন শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী আরিফুল ইসলাম, ফতুল্লা থানা শ্রমিক লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক আজিজুল হাওলাদার , শ্রমিক নেতা মোজাম্মেল হক , ফতুল্লা ইউনিয়ন ২ ওয়ার্ডে মেম্বার জাকির প্রধান মোল্লা সল্টের শ্রমিক নেতা মনজিল , কাসেম সরদার , শ্রমিক নেতা আব্দুল জব্বার, শ্রমিক নেতা আনোয়ার, আব্দুল মতিন, কাজী মিন্টু শিশিরসহ বিভিন্ন বেসিক ইউনিয়নে নেতৃবৃন্দ ।