রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুর ইউনিয়ন বিএনপির আলোচনা সভা মিছিল নিয়ে মন্টু মেম্বারের যোগদান  কুতুবপুর ইউনিয়ন বিএনপির আলোচনা সভা মিছিল নিয়ে মুরাদ ও বক্কর মেম্বারের যোগদান কুতুবপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিএনপি’র আলোচনা সভা কুতুবপুর ইউনিয়ন বিএনপি’র আলোচনা সভায় মিছিল নিয়ে মুরাদ ও বক্কর মেম্বার যোগদান আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার বোরকা পড়ে পালিয়েছে শামীম ওসমান, গিয়াস উদ্দিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ছাত্রদের বিক্ষোভ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য ফতুল্লার অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার সিদ্ধিরগঞ্জে মনিরুল ইসলাম হত্যা মামলায় ভাই-বোন আসামী

ফতুল্লায় ছেলের বউকে নিয়ে উধাও শ্বশুর

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লার কুতুবপুরে স্বর্ণ অলংকার টাকাপয়সা সহ ছেলের বউকে নিয়ে শ্বশুর পালিয়ে গেছেন।

ঘটনাটি ঘটেছে উপজেলার কুতুবপুর ইউনিয়নের আমতলা এলাকায়। এ ঘটনায় মা ও ছেলে পৃথক দু’টি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন পাগলা শাহীবাজার আমতলা এলাকার শাহাবুদ্দিনের মেয়ে জাকিয়া ইসলাম মুন্নি ও একই এলাকার সিরাজ শিকদারের ছেলে নাজমুল ইসলাম শ্যামল।

অভিযোগের সূত্র থেকে জানা যায়, জাকির ইসলাম মুন্নির সাথে ইসলামিক শরীয়ত মোতাবেক গত ৫ বছর পূর্বে রফিকুল ইসলাম ইমন এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের দাম্পত্য সংসার জীবনে ৩ বছরের একটি মেয়ে রয়েছে। আমার সৎ পিতা নাজমুল ইসলাম শ্যামল সাথে আমার স্ত্রী জাকিয়া ইসলাম মুন্নি সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে পরে। এক পর্যায়ে ঘরে থাকা ৫০,০০০ টাকা ও আমার মায়ের স্বর্ণালঙ্কার নিয়ে গত (১০ মে) বাসা থেকে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করি।

এদিকে শ্যামলের স্ত্রী রাবেয়া আক্তার জানান, গত ৯ বছর পূর্বে একই এলাকার সিরাজ সিকদারের ছেলে নাজমুল ইসলাম শ্যামলের সাথে ইসলামিক শরীয়ত মোতাবেক বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে একটি ছয় বছরের ছেলেও রয়েছে। কিছুদিন ধরে আমাদের ভরণপোষণ না দিয়ে বিভিন্ন তালবাহানা শুরু করে। এমনকি আমার সাথে সংসার করবে না বলে জানায়। কিন্তু হঠাৎ গত (১০ ম) ঘরে থাকা টাকাপয়সা স্বর্ণালঙ্কারসহ মোট ৯ লক্ষ ৪৫ হাজার টাকা ও একটি ফেজার মোটরসাইকেল নিয়ে আমার ছেলের বউ জাকিয়া ইসলাম মুন্নিকে সাথে নিয়ে পালিয়ে যায়। বিভিন্ন স্থানের খোঁজাখুঁজি করে না পেয়ে পরে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করি। যদি তাদের কেউ খোঁজ খবর দিতে পারে তাহলে তাদেরকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। যোগাযোগ: ০১৯৫০৫৫৬৮৩৮

এ বিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এসআই নজরুল বলেন, শশুর ও পুত্রবধূকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD