শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- (৫ জুন) নারায়ণগঞ্জের একটি স্থানীয় দৈনিক পত্রিকায় “একটি প্রভাবশালী মহলের মাধ্যমে” ফতুল্লার বিভিন্ন এলাকায় দেওয়া হচ্ছে গ্যাস সংযোগ এমন শিরোনামে যে সংবাদটি প্রকাশ করা হয়েছে সংবাদটি মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি মো, সোয়েব।
সোয়েব বলেন, ফতুল্লার বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে ক্ষমতাসীন দলের ছত্রছায়ায়। স্থানীয়দের এমন অভিযোগ আমার নাম ব্যবহার করে যে সংবাদটি প্রকাশ করেছে আসলে এই সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি ফতুল্লার বিভিন্ন এলাকায় নবনির্মিত ভবনের অবৈধ গ্যাস সংযোগ দিয়ে থাকি এমন প্রমাণ কেউ যদি দিতে পারে তাহলে। আমি নিজে থেকেই প্রশাসনের কাছে আত্মসমর্পণ করব।
সোয়েব আরো বলেন, আমি কেরানীগঞ্জ থানা যুবলীগের সদস্য। আমি পরিবহন ব্যবসার সাথে জড়িত। আমার কয়েকটি গাড়ি রয়েছে। গ্যাস সংযোগের বিষয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই। রাজনৈতিকভাবে আমার সুনাম ক্ষুন্ন করার লক্ষ্যে। একটি পক্ষ এটিকে ভিন্নখাতে প্রবাহিত করার লক্ষ্যে সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে আমাকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে।
আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে একটি পক্ষ এ ষড়যন্ত্র করছে। আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে বলছি আপনারা আসেন খোঁজখবর নিয়ে সঠিক সংবাদ প্রকাশ করুন। এক্ষেত্রে আমাদের সাহায্যের প্রয়োজন হলে আমরা তা করবো। তাই আমি মো, সোয়েব এ সংবাদটি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।