মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- কুতুবপুর শাহীবাজার আমতলা এলাকায় বাবা ও বড় ভাইয়ের ইন্দনে স্ত্রীর টাকা-পয়সা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়েছেন স্বামী নাজমুল ইসলাম শ্যামল।
এই ঘটনায় স্ত্রী রাবেয়া আক্তার আদালতে ৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন।
তারা হলেন, স্বামী নাজমুল ইসলাম শ্যামল, শ্বশুর সিরাজ সিকদার, ভাই সবুজ শিকদার ও মিলন শিকদার।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত ৯ বছর পূর্বে ইসলামিক শরীয়ত মোতাবেক নাজমুল ইসলাম শ্যামলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আমাদের দাম্পত্য জীবনে ৬ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। বিবাহের কিছুদিন পর থেকেই নাজমুল ইসলাম শ্যামল তার বাবা সিরাজ সিকদার ও তার ভাইদের ইন্দনে আমার সাথে খারাপ আচরন শুরু করে। এবং ঠিকমতো ভরণপোষণ না দিয়ে বিভিন্ন তালবাহানা শুরু করে। এবং আমার সাথে সংসার করবে না এবং বাড়াবাড়ি করলে মেরে ফেলার হুমকি প্রদান করে। এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে আমার টাকা-পয়সা স্বর্ণকার ফেরত দেবে মর্মে আশ্বাস দিলে পুনরায় আমার সাথে সংসার শুরু করে। গত (১০ মে) আমার স্বামী নাজমুল ইসলাম শ্যামল তার বাবা ও বড় ভাইদের ইন্দনে বাড়ি থেকে চলে যায়। যাওয়ার সময় ঘরে নগদ ১লক্ষ ৩০ হাজার টাকা, নেট ব্যবসার বিল পাস ৪০ হাজার টাকা ও ৫ ভরি আট আনা ওজনের স্বর্ণালঙ্কার এবং আমার প্রিমিয়ার ব্যাংক এর চেক যার একাউন্ট নং ০০১২৬০০০০০১৩, একটি ল্যাপটপ, দুইটি এন্ড্রয়েড মোবাইল ফোন মোট ৯ লক্ষ ৪৫ হাজার টাকা এবং একটি ফেজার মোটরসাইকেল যারা রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো ল ৫৩-১২৫০ সাথে করে নিয়ে যায়। পরে আমার স্বামী নাজমুল ইসলাম সে মনের মোবাইল ফোনে দিলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে আত্মীয়-স্বজনের সাথে আলোচনা করে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করি।
এ বিষয়ে রাবেয়া আক্তার বলেন, আমার শশুর ও তার ভাইদের ইন্দ্র নেই আমার স্বামী ঘরে থাকা টাকাপয়সা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে। তাই আমি এ বিষয়ে নাগমণি বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছি। আমার স্বামী নাজমুল ইসলাম শ্যামলের সন্ধান কেউ যদি দিতে পারে তাহলে তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি তাকে খুঁজে বের করার জন্য প্রশাসনের নিকট অনুরোধ জানাচ্ছি।