বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- রূপগঞ্জে বিদেশী পিস্তল ও গুলিসহ রনি (২৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
(১৮ জুন) শনিবার ভোরে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ভেতরে রনির বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রনি চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৯/৬ ব্লকের দুদু মিয়ার ছেলে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ জানান, শনিবার ভোরে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে অভিযান চালিয়ে রনিকে গ্রেফতার করা হয়। রনির কাছ থেকে আমেরিকায় তৈরি একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
গত শুক্রবার সকালে চনপাড়ায় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় নিহত সজল হত্যা মামলারও এজাহারনামীয় আসামি রনি। তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানান ওসি।