মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জসীম উদ্দীন মিথ্যা মামলায় ৬৩ দিন কারাভোগের পর কারাগার থেকে জামিনে মুক্ত হওয়ার পর ফুলের মালা দিয়ে তাকে বরণ করেছেন দলীয় নেতাকর্মীরা।
(২৬ জুন) রবিবার সকালে চাঁদপুর জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন মঞ্জুর করেন। আদালত থেকে জামিনের কাগজপত্র পৌঁছার পর বিকাল ৫টার দিকে তিনি কারাগার থেকে বের হন।
এ সময় কারাগার থেকে রাত ১০টায় তার নিজ এলাকায় আসলে ফুলের মালা দিয়ে তাকে বরণ করেন দলীয় নেতাকর্মীরা। পরে ফতুল্লা থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জসীম উদ্দীন কারামুক্ত হওয়ায় সেখানে এক আলোচনা সভা হয়।