শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- ট্রলার (বাল্কহেড )শ্রমিক ইউনিয়ন রেজি নং (৪০৪৩) কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মেরিন শিক্ষক, শ্রমিক নেতা ওয়াহিদুর রহমার মাস্টারের ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)
(২৮ জুন) মঙ্গলবার রাত ১১ আগারগাঁও কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্তায় শেষ নিস্বাস ত্যাগ করেন।
ওয়াহিদুর রহমার মাস্টারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ট্রলার (বাল্কহেড) শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মাস্টার সহ সংগঠনের নেতৃবৃন্দ।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের শ্রমনীতির প্রচার ও প্রসারে বিশেষ অবদানের কথা স্মরণ করে এ শোক প্রকাশ করেন।
শোক বার্তায় আনিসুর রহমান মাস্টার মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন, আল্লাহ যেন মরহুমের নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমিন।