রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ ও ফতুল্লাবাসি সহ সারা বাংলাদেশের জনগণকে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমেদ পলাশের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছে ফতুলা থানা শ্রমিকলীগের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ জামাল আহমেদ।
বিজয় দিবস উপলক্ষে শুক্রবার (১৫ ডিসেম্বর) দেওয়া এক বানীতে এ শুভেচ্ছা জানান তিনি।
শুভেচ্ছা বার্তায় শ্রমিক নেতা জামাল আহমেদ বলেন, আমি বাঙালি মুসলমান। বিজয় দিবসে প্রথমে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারপরে সকল অকুতোভয় বীর সেনাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
তিনি বলেন, বিজয়ের এই দিনে সকল অপশক্তিকে রুখার প্রত্যয়ে ভেদাভেদ ভুলে মহামূল্যবান এই অর্জনকে কাজে লাগিয়ে অসাম্প্রদায়িক চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যাই। রাজাকার মুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলি। যেখানে থাকবে না কোন বঞ্চনা, শোষণ, বৈষম্য,রাজনৈতিক অস্থিরতা,সাম্প্রদায়িকতা থাকবে শুধু সুখ-শান্তি সমৃদ্ধি আর ভালবাসা। আজকের বিজয়ের এই দিনে সেটাই হোক আমাদের দৃঢ় প্রতয়।