সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লার পাগলায় শ্রী শ্রী পাগলনাথ জিও ও শ্রী শ্রী রাম সীতা মন্দিরের মহারাজ শিবু মহন্ত দাস গত (২৬ জুন) সোমবার রাত সাড়ে ১০ তিনি ইহ লোক ত্যাগ করে পড়লোক গমন করেন।তিনি দীর্ঘদিন যাবত শ্রী শ্রী পাগলনাথ জিও ও শ্রী শ্রী রাম সীতা মন্দিরের মহারাজের দায়িত্ব পালন করেন।
এ উপলক্ষে আগামী কাল সারাদিনব্যাপী চলবে শ্রী শ্রী পাগলনাথ জিও ও শ্রী শ্রী রামসীতা মন্দিরে তার শ্রাদ্ধের অনুষ্ঠান।
পুত্র চিন্ত মোহন্ত সেবায়েত জানান, দীর্ঘদিন যাবত আমার পিতা অসুস্থ ছিলেন গত ২৬ জুন তিনি চিকিৎসাধীন অবস্থায় ইহলোক ত্যাগ করে পড়লোক গমন করেন। আমি আমার পরিবারের পক্ষ থেকে আমার পিতার আত্মার শান্তি কামনা করছি।