শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- আসন্ন পাগলা ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নির্বাচন সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র ক্রয় করলেন হাজী নজরুল ইসলাম।
(১৭ জুলাই) রবিবার দুপুর ১ টায় পাগলা বাজারস্থ জসিম সুপার মার্কেটের দোতালায় অস্থায়ী নির্বাচন অফিস থেকে এ মনোনয়নপত্র ক্রয় করেন তিনি।
এ সময়ে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সহ-সভাপতি হাজী আবুল হোসেন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির, ইউনুস সুপার মার্কেট এর সভাপতি মোঃ নাজমুল হোসেন, মসজিদ মার্কেট সভাপতি মোঃ আবুল কালাম, বাদশা প্লাজা মার্কের সাধারণ সম্পাদক মোঃ হিমু ও আলহাজ্ব আফসার করিম মার্কেট এর সভাপতি হাজি ইউসুফ সহ বিভিন্ন মার্কেট কমিটির নেতৃবৃন্দ সহ সমিতির সদস্য বৃন্দ। সহ পাগলা বাজারের দোকান মালিক।
মনোনয়নপত্র ক্রয়ের শেষে নজরুল ইসলাম বলেন, আসন্ন পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতর নির্বাচনে পাগলা বাজার সকল ব্যবসায়ীদের সম্মতি কর্মে এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে আমি নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি। তাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি নির্বাচিত হয়ে আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি।