মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৫:৩৫ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমিতির নির্বাচন বানচাল করতে নয়া মিশনে নেমেছে একটি পক্ষ।
(১৮ জুলাই) দুপুর বেলা ১২টায় পাগলা বাজার এলাকায় বহিরাগতদের নিয়ে নির্বাচন বানচাল করতে পাগলা বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
এদিকে নিজেদের স্বার্থ আদায় করতে না পেরে পাগলা বাজার সমিতি নির্বাচন বানচাল করতে বহিরাগতদের নিয়ে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ উঠেছে কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী জসিম উদ্দিন, শেখ সাবের আহমেদ, মাহবুর রহমান হক শিকদারের বিরুদ্ধে।
পাগলা বাজারের কয়েকজন ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, নির্বাচন পরিচালনা কমিটির তাইজুদ্দিন তাজু, জসিম উদ্দিন ও মাহবুবুর রহমানকে বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ তুলে তাদেরকে হটানোর পাঁয়তারা করে আজ দুপুরে বহিরাগতদের নিয়ে নির্বাচন বানচাল করতে বিক্ষোভ মিছিল করেছে। মূলত তারা এই নির্বাচনটিকে বন্ধ করার লক্ষ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে।
এ বিষয়টিকে নিয়ে পাগলা বাজার ব্যবসায়ীদের মধ্যে তীব্র খুব প্রকাশ করছে। যে কোন সময় ঘটে যেতে পারে ভয়াবহ ঘটনা। তাই আমরা ব্যবসায়ীরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।