মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া এলাকায় চলাচলারত যানবাহন থেকে চাঁদা আদায়কালে তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-১১।
(২৪ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুরের দিকে ইসমাইল হোসেন (২০), মাসুম মিয়া (২০) ও রিফাত (১৮) নামের ওই তিন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৫ হাজার ৩০ টাকা জব্দ করা হয়।
র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানান, রতন মিয়া নামে এক ব্যক্তির নেতৃত্বে দীর্ঘদিন ধরে একটি চাঁদাবাজ চক্র ভুলতা গাউছিয়া এলাকায় চলাচলরত যানবাহন থামিয়ে হুমকি প্রদর্শন করে জোরপূর্বক গাড়ি প্রতি ৮০ থেকে ১০০ টাকা করে চাঁদা আদায় করে আসছিল। ভুলতা গাউছিয়া এলাকায় লেগুনা স্ট্যান্ডে রাস্তায় চলাচলরত লেগুনা থামিয়ে চাঁদা আদায়কালে উক্ত চাঁদাবাজদের সদস্যদের হাতে-নাতে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।