বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ১২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার মুফতি আলাউদ্দিন জিহাদীর জামিন শুনানির দিন আগামী রোববার ( ২৭ সেপ্টেম্বর ) ধার্য করেছে আদালত।
(২৪ সেপ্টেম্বর) বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আনিসুর রহমান এ আদেশ দেন।
বৃহস্পতিবার দুপুর দেড়টায় আলাউদ্দিন জিহাদীর পক্ষে এ্যাড. জুয়েল, এ্যাড. মহসীন মিয়া, এ্যাড. আনিসুর রহমান দিপু, এ্যাড. নজরুল ইসলাম সহ আরও অনেকে বিজ্ঞ আদালতে জামিনের আবেদন করেন।
এসময় রাষ্ট্রপক্ষের ও আসামীদের পক্ষের যুক্তিতর্ক শেষে বিজ্ঞ আদালত এ আদেশ দেন।
গত, রোববার (২০ সেপ্টেম্বর) সকালে ফতুল্লার মাহমুদপুর এলাকা থেকে মুফতি আলাউদ্দিন জিহাদীকে, দেওভোগ মাদরাসার খতিব হারুন-উর-রশিদের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রেক্ষিত্রে গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।