রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পাগলা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে জাহাঙ্গীর আলম নিজের মনোনয়ন প্রত্যাহার করে অবশেষে সভাপতি প্রার্থী শাহ আলম গাজী টেনুকে সমর্থন দিলেন।
বুধবার (০৩ আগষ্ট) রাত সাড়ে ৯ ঘটিকার সময় পাগলা বাজার এলাকায় উৎসব মুখর পরিবেশে, অসংখ্য ভোটারের উপস্থিতিতে এই ঘোষণা দেন জাহাঙ্গীর আলম। এ সময় একে অপরকে মিষ্টিমুখ করিয়ে দেন এবং উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি পদপ্রার্থী আলহাজ্ব শাহ আলম গাজী টেনু, সভাপতি পদপ্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাজী নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাহবুব সিকদার, কোষাধ্যক্ষ জাহিদ হাসান বেলাল, সহ-সভাপতি পদপ্রার্থী মাইনউদ্দিন স্বপন, গোলাম মাওলা, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহ আলম সহ পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির লিমিটেডের অসংখ্য ভোটার উপস্থিতি ছিলেন।