শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০২:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আদালতে আনা হয়নি জাকির খানকে, আদালতের বাহিরে বিক্ষোভ মিছিল রূপগঞ্জে পিকনিকে ট্রলারে সন্ত্রাসী হামলা:দুইদিন পর শীতলক্ষ্যা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধ সায়েন্স ল্যাব এলাকায় শিক্ষার্থী-ছাত্রলীগ ধাওয়া পাল্টা ধাওয়া কোটা সংস্কারের দাবিতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা সোনারগাঁয়ে মেয়েকে ধর্ষণের ঘটনায় বাবার যাবজ্জীবন কারাদণ্ড সাদিক অ্যাগ্রোর মালিকসহ সাতজনের বিরুদ্ধে দুদকের মামলা একই রশিতে গলায় ফাঁসি দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা ছাগলকাণ্ডে মতিউর রহমানের সম্পত্তি ক্রোকের আদেশ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের হামলায় যুবলীগ নেতা আহত ফতুল্লায় আওয়ামী লীগ নেতা হত্যার ঘটনায় আরো ৯ জন গ্রেপ্তার

সাইনবোর্ড শান্তিধারায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা

সংবাদ নারায়ণগঞ্জ:- আদালতের নির্দেশ অমান্য করে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ফতুল্লার ভুইগড় মৌজাস্থ সাইনবোর্ড শান্তিধারা ৬নং গুলিতে মোঃ আব্দুল্লাহ তারেক নামের এক ব্যক্তির জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
গত (৯ আগস্ট) মঙ্গলবার ওই ব্যক্তির জমিতে লাগানো আদালতের নির্দেশনার একটি সাইনবো ভেঙ্গে নিয়ে যায় এবং দখলের চেষ্টা চালায় ভূমিধস্যুর।
এ ঘটনায় (১২ আগস্ট) শুক্রবার আব্দুল তারেক বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মোঃ আবিদুর রহমান পিতা-মৃত ইদ্রিস আলী, শহীদুল্লাহ পিতা-আমানউদ্দিন, আনোয়ার পাশা পিতা মৃত কাজী আব্দুল জব্বার, মোমিন পিতা-অজ্ঞাত, মোঃ মনিরুজ্জামান পিতা-অজ্ঞাত, মোঃ আজিজ পিতা-অজ্ঞতা আরো ৩-৪ জন অজ্ঞাতদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন। যার নং- ৭৮২
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, জমি দখলের উদ্দেশ্যে গত মঙ্গলবার সকাল নয়টার দিকে মনিরুজ্জামানের নেতৃত্বে ৭/৯ জনের একটি দল আব্দুল তারেকের জমি দখলের চেষ্টা চালায়। তারা জমিতে লাগানো আদালতে নিষেধাজ্ঞা সাইনবোর্ড ভেঙে ফেলে। এতে বাধা দিলে আব্দুল তারেকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
মোঃ আব্দুল্লাহ তারেকের অভিযোগ, ফতুলা থানাধীন ভুঁইগর মৌজায় ১৪ শতাংশ সম্পত্তি রয়েছে যাহার সি, এস ও এস, এ দাগ নং-৭৭, আর এস দাগ নং-১৪০ দখল করার জন্য বিভিন্নভাবে পায়চারা ও ষড়যন্ত্র করছে। বর্তমানে এই সম্পত্তির ওপর সিনিয়র সহকারী জজ দ্বিতীয় আদালত নারায়ণগঞ্জে দেওয়ানী মোকাদ্দমা নং-১৭৬/২০২০ মামলা চলমান রয়েছে। এবং এই সম্পত্তিতে কাউকে কোন ধরনের নির্মাণ কাজ করার নির্দেশ জারি করা হয়েছে। এদিকে বিবাদীরা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গত (২ জুন) দুপুর ১২ টার সময় উক্ত আসামীরা সন্ত্রাসীদের নিয়ে আমার বই কর মৌজায় বর্ণিত দাগের সম্পত্তির মেন গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে আমার নামে থাকা সাইনবোর্ড তুলে ফেলে। এবং সেখানে নির্মাণ কাজের চেষ্টা করে। এতে আমরা ভূমিদস্যুদের বাধা দিলে অকথ্য ভাষায় গালাগালি সহ মারধর করার জন্য হুমকি-ধমকি প্রদান করে চলে যায়। এরই ধারাবাহিকতায় (৯ আগস্ট) পুনরায় তারা আমার সম্পত্তিতে এসে আবারো আমার সাইনবোর্ড তুলে নিয়ে যায়। এতে বাধা দিলে তারা আমাকে প্রান মাসের হুমকি হুমকি প্রদান করে।
এ বিষয়ে অভিযুক্তদের কাছে কাছে জানতে চাইলে, তারা বলেন এই সম্পত্তি আমাদের তারা জোর করে সাইনবোর্ড লাগিয়েছে।
এ বিষয়ে অভিযোগের তদন্তকারী ফতুল্লা মডেল থানার এস আই শাহাদাত হোসেন জানান, জমি সংক্রান্ত বিষয়ের একটি সাধারণ ডায়রি পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD