সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ফতুল্লা থানা শ্রমিক লীগের মানববন্ধন

সংবাদ নারায়ণগঞ্জ:- ২১ আগস্ট ১৭ বছর আগে ২০০৪ সালের এই দিনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে রক্তাক্ত বিভীষিকাময় অতর্কিতে গ্রেনেড হামলা চালানো হয়।

ঘাতকদের গ্রেনেড হামলা শহীদ হয় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পাঁচ শতাধিক নেতা-কর্মীর আহতের প্রতিবাদে ফতুল্লা থানা শ্রমিকলীগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

(২১ আগস্ট) রবিবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলায় ফতুলিয়া থানা শ্রমিক লীগের ব্যানারে মানবেন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিক লীগ ফতুলা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির, সহ-সভাপতি হাজী আবুল হোসেন, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শাহাদাত হোসেন সেন্টু, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রাহাত, ফতুল্লা থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলম।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, ফতুলা থানা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক কবির হোসেন রাজু, টলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মাস্টার, বাংলাদেশ আন্তজেলা ট্রাকচালক ইউনিয়ন পাগলা শাখার সাধারণ সম্পাদক জজ মিয়া, দাপা ইদ্রাকপুর ট্রান্সপোর্ট কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক টিক্কা।
পরে আলোচনা সভা শেষে শহীদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD