শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আদালতে আনা হয়নি জাকির খানকে, আদালতের বাহিরে বিক্ষোভ মিছিল রূপগঞ্জে পিকনিকে ট্রলারে সন্ত্রাসী হামলা:দুইদিন পর শীতলক্ষ্যা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধ সায়েন্স ল্যাব এলাকায় শিক্ষার্থী-ছাত্রলীগ ধাওয়া পাল্টা ধাওয়া কোটা সংস্কারের দাবিতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা সোনারগাঁয়ে মেয়েকে ধর্ষণের ঘটনায় বাবার যাবজ্জীবন কারাদণ্ড সাদিক অ্যাগ্রোর মালিকসহ সাতজনের বিরুদ্ধে দুদকের মামলা একই রশিতে গলায় ফাঁসি দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা ছাগলকাণ্ডে মতিউর রহমানের সম্পত্তি ক্রোকের আদেশ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের হামলায় যুবলীগ নেতা আহত ফতুল্লায় আওয়ামী লীগ নেতা হত্যার ঘটনায় আরো ৯ জন গ্রেপ্তার

জাফর ও আয়েত আলীর কাছে ব্যর্থ থানা পুলিশ, দাবি সচেতন মহলের

সংবাদ নারায়ণগঞ্জ:- পাগলায় বিভিন্ন স্থানে ভাঙ্গারী ব্যবসার আড়ালে গড়ে উঠেছে শক্তিশালী বিভিন্ন অপরাধী সিন্ডিকেট। এ সকল সিন্ডিকেটের সদস্যরা এলাকায় চুরি, ছিনতাই, মাদক, জুয়াসহ বিভিন্ন অপরাধের সাথে সক্রিয় রয়েছে বলে জানা যায়।

স্থানীয় প্রশাসনের নাকের ডগায় ওইসব চক্রের সদস্যরা বিভিন্ন অপকর্ম প্রকাশ্যে চালিয়ে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের রহস্যজনক নীরবতা এলাকার জনমনে নানা প্রশ্ন দানা বেঁধে উঠেছে।

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলা মেরি এনডার সনের সামনে গড়ে উঠেছে ভাঙ্গারী ব্যবসা। মূলত ভাঙ্গারী ব্যবসার আড়ালে চলে চুরি,  ছিনতাই, দেহ ব্যবসা। পুলিশের কথিত সোর্স জাফর ও আয়েত আলীর সিন্ডিকেটের সদস্যরা স্থানীয় মাদকসেবী, বখাটে যুবক ও ছিচকে চোরদের কাজে লাগিয়ে এবং তাদের ব্যবহার করে বিভিন্ন বাসা বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, দোকান-পাট, সরকারি প্রতিষ্ঠান থেকে বিভিন্ন প্রকার লোহার মালামাল, টিন, স্টিল, তামা, পেপার, বই, এল্যুমিনিয়াম, প্লাস্টিক ও টায়ার, নিত্য প্রয়োজনীয় দ্রব্য চুরি করিয়ে তা কম দামে ক্রয় করে বিশাল মজুদ গড়ে তুলে দেশের বিভিন্ন মিল-কারখানায় বিক্রি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।

তথ্য মতে, ফতুল্লা থানা এলাকার পাগলা মেরি এন্ডারশন সংলগ্ন কয়েকটি ভাঙ্গারী দোকান প্রকাশ্যেই বিভিন্ন পণ্যবাহি ট্রাক ও সরকারি কাজের রড, সিমেন্ট সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করলেও প্রশাসনের নেই কোন নজরদারি।
জানা যায়, দীর্ঘদিন ধরে বাঙ্গারী ব্যবসার আড়ালে পুলিশের কথিত সোর্স জাফর মেরি এন্ডারসন সংলগ্ন রাস্তার পাশে ভাঙ্গারী ব্যবসার আড়ালে জুয়া, ছিনতাই, অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। পাশাপাশি জাফর ও আয়েত আলীর নেতৃত্বে রয়েছে বিশাল চোর সিন্ডিকেট।
ভাঙ্গারী ব্যবসায়ীরা তাদের নিযুক্ত চোরেরা সরকারি-বেসরকারি দপ্তর কিংবা আবাসিক এলাকার বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে আসে।
এমন কি এসব চোরের দল সুযোগ বুঝে বাসা বাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ, স্বর্নালংকারসহ মূল্যবান সামগ্রী চুরি করে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ ও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের ক্যাডারদের ব্যবহার করে এ  ব্যবসা পরিচালনা করে তারা।

তাই বিরুদ্ধে এখনই ব্যবস্থা গ্রহণ করা না হলে দিন দিন বেপরোয়া হয়ে উঠবে এই চক্রটি। তাই জাফর ও আয়েত আলীকে গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছেন সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD