শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশের পিতা বাংলাদেশ আওয়ামী লীগ এর দুঃসময়ের কান্ডারী, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও দান বীর মরহুম ইদ্রিস আলী মেম্বারের ২৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ অক্টোবর) ফতুল্লার দাপা এলাকায় দাপা ইদ্রাকপুর ট্রাকচালক ট্রান্সপোর্ট কমিটির উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়
দোয়া মাহফিলে মরহুমের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
এ সময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আন্তজেলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার সাধারণ সম্পাদক জজ মিয়া, সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, দাপা ইদ্রাকপুর ট্রাকচালক ট্রান্সপোর্ট কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক টিক্কা, সাধারণ সম্পাদক জাকির প্রধান, কোষাধক্ষ মোঃ জিয়া সহ অত্র ট্রান্সপোর্ট কমিটির নেতৃবৃন্দ।