সোমবার, ২৩ জুন ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

ফতুল্লায় মিশুক ছিনিয়ে নিতে না পেরে চালককে কুপিয়ে আহত

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় মিশুক গাড়ি ছিনিয়ে নিতে ব্যর্থ হয়ে মারধর করে মোবাইলে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

(২ নভেম্বর) বুধবার সন্ধ্যায় উপজেলার আলীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত রাকিব মিশুক চোর চক্রের জালাল হোসেন গংদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৭টায় আলীগঞ্জ ক্লাবের সামনে রাকিব মিশুকটি রেখে পার্টস আনতে গেলে আলীগঞ্জ এলাকার মৃত.বাসেদের ছেলে জালাল হোসেন, আরিফ হোসেন, সামসু ও জিয়াসহ অজ্ঞাত নামা আরো ১০/১২জন আমাকে অকথ্য ভাষায় গালাগালি করেন। এ পর্যায়ে ৪নং বিবাদী আমার মিশুকটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় আমি চিৎকার করিলে ১নং বিবাদীর হাতে থাকা চাপাতি দিয়ে আমার মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে।

এ সময় আমার কাছে থাকা নগদ ১১৪০ টাকা ও আমার ব্যবহৃত মুঠোফোন ভিভো ওয়াই-২১ যার মুল্য ২০ হাজার টাকা। আমাকে বাচাঁতে আমার দুইভাই বাদশা ও রানা এগিয়ে আসলে বিবাদীরা তাদেরকেও মারধর করে লিলাফুলা জখম করে।

এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা দ্রুত স্থান ত্যাগে করার পুর্বে বিষয়টি কারোর সাথে বলিলে তারা আমাকে প্রানে মেরে ফেলার হুমকী প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করেন। রাকিব বলেন, জালাল সহ  উক্তরা এলাকায় চুরি,ডাকাতি,চাদাঁবাজি ও মাদক ব্যবসায় জড়িত।

এ ঘটনায় অভিযোগের তদন্তকারী কর্মকর্তা মো.কামাল হোসেন আসামী সামসু’র বাড়িতে গেলে সাবেক মেম্বার আবু বকর অভিযুক্ত সামসু’কে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে রাখেন।

এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা মো.কামাল হোসেন জানান, সামসু মুলত একজন প্রতিবন্ধী তাই তাকে রেখে এসেছি সাবেক মেম্বার আবু বকরের কথায়। তবে তিনি আশ^স্ত করেছেন যে,আগামীকাল শ্রমিক নেতা কাউসার আহমেদ পলাশ সাহেবের অফিসে বসে সমস্যার সমাধান করবেন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD