সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় নারীসহ অপহরণকারী চক্রের পাচঁ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৮ নভেম্বর) রাতে ফতুল্লার কাশিপুর থেকে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় অপহরণকারী চক্রের কবল থেকে উদ্ধার করা হয় ১৯ বছর বয়সী এক যুবককে।
গ্রেফতারকৃতরা হলো- ফতুল্লা মডেল থানার কাশিপুর খিল মার্কেটের মৃত মাঈনুদ্দিনের পুত্র আবিদ শেখ(২০), একই এলাকার জাহাঙ্গীরের ভাড়াটিয়া মৃত ওমর খানের পুত্র আকাশ খান(৩৫), শিষমহল আমতলার সেলিম মিয়ার পুত্র সুজন মিয়া(২৬),কাশিপুর গোয়ালবন্দের শেখ কামালের পুত্র মোঃ তানজিদ(২০) ও একই এলাকার মিন্টুর ভাড়াটিয়ায় শহীদ মিয়ার মেয়ে মাবিয়া বেগম(২৩)।
এ ঘটনায় অপহৃত তরুনের বাবা মোঃ কবির হোসেন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।
মামলায় উল্লেখ্য করা হয়, রোববার রাত সাড়ে সাতটার দিকে অপহৃত তরুন রুপগঞ্জ থেকে চিটাগাং রোডস্থ নানা বাড়ীতে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। রাত সাড়ে ১১ টার দিকে অপহৃত তরুন তার চাচাতো ভাইকে ফোন করে জানায় তাকে আটক করা হয়েছে। তাদের চাহিদানুযায়ী দুই লাখ টাকা না দিলে তাকে নির্যাতন করা হবে। তখন রাতেই বিকাশ নাম্বারে ১৫ হাজার টাকা পাঠানো হয়। সকালে পুনরায় ফোন করে বাদীর স্ত্রী কে জানানো হয় দাবীকৃত টাকা না দিলে তার পুত্র কে হত্যা করা হবে। তখন বাদীর স্ত্রী বিকাশ করো আর ২০ হাজার টাকা প্রদান করে। পরবর্তীতে বাদী বিষয়টি জেলা গোয়েন্দা পুলিশকে অবগত করে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক জামিল হাসান জানান, অভিযোগের সূত্র ধরে তথ্য প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হয়ে সোমবার রাত দশটার দিকে কাশিপুর খিল মার্কেট এলাকায় অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধারসহ গ্রেপ্তার করা হয়, পাচঁ অপহরণকারীকে।