শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ আহম্মেদ লিটন।
ফরিদ আহম্মেদ এক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ আয়ু কামনা করে সংবাদ নারায়ণগঞ্জকে বলেন, ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ হাসিনা। তার বাবা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এবং মাতা বেগম ফজিলাতুন্নেসা। তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে শেখ হাসিনাকেও কমপক্ষে ২১ বার হত্যা চেষ্টা চালানো হয়। সরকার প্রধান হিসেবে জীবনের ঝুঁকি নিয়ে বাঙ্গালীর জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। ডিজিটাল বাংলাদেশের স্লোগানকে সামনে রেখে আওয়ামীলীগ টানা নির্বাচনের জয়লাভের মাধ্যমে দেশের উন্নয়ন লক্ষ্য পূরণের অবিশ্বাস্য যাত্রা অতিক্রম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তার ৭৪ তম জন্মদিনে সকলের নিকট দোয়া চাই।