মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০১:০১ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ব্যাট করছে রংপুর রাইডার্স। মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পেয়েছে রংপুর। রনি তালুকদারের ঝড়ো ব্যাটিংয়ে স্কোরবোর্ডে দ্রুত গতিতে রান উঠাতে থাকে রংপুর।
কুমিল্লার বোলারদের শাসন করে বিপিএলে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দ্রুততম হাফসেঞ্চুরি তুলে নেন এই ডানহাতি ব্যাটসম্যান। ১৯ বলে অর্ধশতকের দেখা পান তিনি। এসময় ফজল হক ফারুকি, মুস্তাফিজুর রহমান কিংবা মোহাম্মাদ নবী কেউই সুবিধা করে উঠতে পারেনি রনির সামনে।
ওভারপ্রতি ১০ এর উপরে রান তুলতে থাকে রংপুর। পাওয়ার প্লে’র নির্ধারিত ৬ ওভার শেষে রংপুরের সংগ্রহ দাড়ায় বিনা উইকেটে ৬৪ রান।