মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০২:৫৬ অপরাহ্ন

আমেরিকা থেকে ফিরেই সর্বস্ব হারালেন প্রবাসী

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে আমেরিকাফেরত প্রবাসীর থেকে নগদ ৫ হাজার ১২০ ডলারসহ ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে।

(১৩ জানুয়ারি) শুক্রবার দিবাগত রাত ৩টায় সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনী এলাকায় পৌঁছালে ডিবি পুলিশ পরিচয় দিয়ে অস্ত্রসহ ডাকাত দল প্রবাসীকে বহন করা গাড়ি আটকে এ ডাকাতির ঘটনা ঘটায়।

এ সময় গাড়িটি কাঁচপুর সেতুর পশ্চিম পাশে ইউটার্ন নিয়ে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনী এলাকায় আসামাত্র গাড়িটিকে সিগন্যাল দিলে প্রথমে চালক শহিদুল ইসলাম সামনের দিকে এগিয়ে যেতে থাকেন।

এ সময় খাজা লাইমস নামে একটি চুন কারখানার সামনে ব্যারিকেট দিয়ে প্রবাসী মো. আরিফ হোসেনকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তল্লাশির নামে তার মানিব্যাগ ছিনিয়ে নেয়। পরে আরিফ হোসেনকে গাড়ি থেকে নামিয়ে মারধর করতে থাকেন। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে আসলে তার বাড়ির কেয়ারটেকার মো. মিজানুর রহমানকে মারধর করা হয়।

প্রবাসী মো. আরিফ হোসেন দৈনিক ভোরের কাগজের সাবেক সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ও সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক।

ঘটনার সময় ডিবি পুলিশের জ্যাকেট পড়া ৭ থেকে ৮ জন প্রবাসী আরিফের থেকে নগদ ৫ হাজার ১২০ ইউএস ডলার, আমেরিকান গ্রিন কার্ড, পাসপোর্ট, আইফোন, ক্রেডিট কার্ড ও মালামালসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. গোলাম মোস্তফা জানান, ডাকাতির ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD