শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:৩৮ অপরাহ্ন

ফতুল্লায় গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সাবিনা নামে এক গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুনে দিয়ে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগে জাল ও দেবরকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে ঘটনাটি ঘটেছে ফতুল্লার ইসদাইর বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

(১৩ জানুয়ারি) শুক্রবার রাতে এ ঘটনায় একটি মামলা করেন ঐ গৃহবধূর ভাই বিল্লাল হোসেন।গ্রেফতারকৃতরা হলেন- সাবিনার দেবর নয়ন ও তার স্ত্রী আনমনা।

জানা যায়, শুক্রবার দুপুরে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে শ্বশুরবাড়িতে ঝগড়া হয় সাবিনার। একপর্যায়ে দেবর শরীফ, নয়ন ও তার স্ত্রী আনমনা ঐ বাড়ি থেকে তাকে চলে যেতে বলেন। এর আগেও সাবিনা ও তার স্বামীকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য একাধিকবার ঝগড়া ও মারধর করেছিলেন তারা।

এ ঘটনার প্রতিবাদ করলে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন তারা। এ সময় সাবিনার স্বামী পারভেজ চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভায়। পরে সাবিনাকে উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে নিলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। আগুনে সাবিনার দেহের ৭৫ শতাংশ পুড়ে গেছে এবং বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিন বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

বাদী বিল্লাল হোসেন জানান, সাবিনার অবস্থা খুবই খারাপ। আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি।

ফতুল্লা মডেল থানার এসআই নজরুল জানান, গায়ে কেরোসিন ঢেলে গৃহবধূকে আগুনে দিয়ে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ মামলায় আরেক আসামি শরীফকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD