সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৬:৫০ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- সিদ্ধিরগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় নাঈম হোসেন নামে ২৫ বছর বয়সী এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
(২৬ জানুয়ারি) বৃহস্পতিবার সকালে পাঠানটুলী হাজীগঞ্জ এলাকায় একটি মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম পাঠানটুলী আইলপাড়া এলাকার বাসিন্দা সাজেদুল করিমের ছেলে।
নিহতের বাবা সাজেদুল বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের কার্যালয়ে কম্পিউটার অপারেটর পদে কর্মরত রয়েছেন। বাবার সহযোগিতায় পার্ট টাইম হিসেবে কর্মরত ছিলেন নাঈম।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, সকালে পাঠানটুলী হাজীগঞ্জ এলাকায় একটি মাদরাসার সামনে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নাঈম নিহত হন। তবে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে গেছে পরিবার। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।