রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আন্তজেলা ট্রাকচালক ইউনিয়ন পাগলা শাখার নেতৃবৃন্দ।
(২১ ফেব্রুয়ারি) মঙ্গলবার একুশের প্রথম বাংলাদেশ আনসিলা ট্রাকচালক ইউনিয়ন পাগলা শাখা নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা জানানোর সময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী/ আমি কি ভুলিতে পারি’ গানের সুর বাজতে থাকে। পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আন্তজিলা ট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ, পাগলা শাখার সিনিয়র সহ-সভাপতি বাবুল আহমেদ, সহ-সভাপতি তাপু, সাধারণ সম্পাদক জজ মিয়া, সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান ওবায়েদসহ অর্থ সংগঠনের সকল নেতাকর্মীরা।