বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নতুন সেবা নামে একটি হাসপাতাল থেকে জহিরুল ইসলাম নামে এক ফার্মেসি কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
(২২ ফেব্রুয়ারি) বুধবার দুপুরে উপজেলার মোঘরাপাড়া চৌরাস্তা এলাকার ওই হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জহিরুল সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও এলাকার আবুল হোসেনের ছেলে।
নিহতের বাবা আবুল হোসেন জানান, দীর্ঘদিন ধরে সোনারগাঁ নতুন সেবা হাসপাতালের ফার্মেসিতে কর্মরত ছিলেন তার ছেলে। মঙ্গলবার রাতের ডিউটি শেষ করে হাসপাতালের একটি কক্ষে শুয়েছিলেন জহিরুল। পরদিন সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতাল থেকে জানানো হয় তার ছেলে মারা গেছেন। হাসপাতালে এসে দেখেন শোয়ার ঘরের মেঝেতে পড়ে আছে জহিরুলের মরদেহ। তার হাতে-পায়ে ইনজেকশন পুশ করার দাগসহ হালকা রক্তের ছাপ রয়েছে। তার দাবি, জহিরুলকে হত্যা করা হয়েছে।
সোনারগাঁ নতুন সেবা জেনারেল হাসপাতালের ম্যানেজার মোস্তাফিজুর রহমান জানান, রাতে ক্লিনিকে ডিউটিতে ছিলেন তিনিও। রাত ১০টার দিকে রোগীর চাপ কম থাকায় তিনি ঘুমিয়ে পড়েন। সকাল ১০টার দিকে ডেকে না পেয়ে ভেতরে গিয়ে দেখেন শুয়ে আছেন জহিরুল। পরে পরীক্ষা করে দেখা যায় তিনি মারা গেছেন। পরে বিষয়টি তার পরিবারকে জানানো হয়।
সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম বলেন,মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।