শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আদালতে আনা হয়নি জাকির খানকে, আদালতের বাহিরে বিক্ষোভ মিছিল রূপগঞ্জে পিকনিকে ট্রলারে সন্ত্রাসী হামলা:দুইদিন পর শীতলক্ষ্যা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধ সায়েন্স ল্যাব এলাকায় শিক্ষার্থী-ছাত্রলীগ ধাওয়া পাল্টা ধাওয়া কোটা সংস্কারের দাবিতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা সোনারগাঁয়ে মেয়েকে ধর্ষণের ঘটনায় বাবার যাবজ্জীবন কারাদণ্ড সাদিক অ্যাগ্রোর মালিকসহ সাতজনের বিরুদ্ধে দুদকের মামলা একই রশিতে গলায় ফাঁসি দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা ছাগলকাণ্ডে মতিউর রহমানের সম্পত্তি ক্রোকের আদেশ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের হামলায় যুবলীগ নেতা আহত ফতুল্লায় আওয়ামী লীগ নেতা হত্যার ঘটনায় আরো ৯ জন গ্রেপ্তার

ফতুল্লা লঞ্চঘাট কতৃপক্ষের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লা লঞ্চঘাটে টোল আদায় করার নামে এক এক ঘটনা ঘটালেও ঘাট কতৃপক্ষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় দিন দিন অপরাধ করে চলেছে।

এদিকে সোমবার এক নারীকে শ্লীলতাহানিসহ দুই যাত্রীকে মারধর করে স্বর্ণালংকার, মোবাইল ও হাঁস-মুরগি ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে ঘাট ইজারাদারের লোকজনের বিরুদ্ধে।

 

(৬ মার্চ) সোমবার সকাল ৮টার দিকে ফতুল্লা মডেল থানার লঞ্চঘাটস্থ টোল আদায়কারী ঘরের সামনে এ ঘটনা ঘটে।

 

এ ঘটনায় নির্যাতনের শিকার ওই নারী লাবিনা (৩১) ফতুল্লা মডেল থানায় রিপন (৪২), প্রিতম (৩৬)সহ টোল আাদায়কারী অজ্ঞাতনামা আরো ৭-৮ জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

লিখিত অভিযোগের থেকে জানা যায়, পটুয়াখালী থেকে বাদি তার স্বামী আরিফ ফরাজি (৪০) ও ছোট ভাই মাসুম বিল্লাহকে (১৯) নিয়ে লঞ্চে করে সোমবার সকাল ৮টার দিকে ফতুল্লা লঞ্চঘাটে এসে নামেন। তারা ঘাট দিয়ে আসার সময় টোল আদায়কারীরা তাদের সাথে নিয়ে আসা হাঁস-মুরগির জন্য টাকা দাবি করে। তখন বাদির ভাই টোল আদায়কারীকে ২০০ টাকা দেন। টোল আদায়কারীরা আরো ৩০০ টাকা দাবি করেন। এ নিয়ে বাদির ভাই মাসুম বিল্লাহ ও স্বামী আরিফ ফরাজির সাথে টোল আদায়কারীদেরকথা কাটাকাটি হয়।

 

একপর্যায়ে রিপনের নির্দেশে প্রিতমসহ অজ্ঞাতনামা আরো ৭-৮ জন বাদির স্বামী ও ভাইকে মারধর করে রক্তাক্ত জখম করে।

 

এ সময় বাদি স্বামী ও ভাইকে বাঁচাতে এগিয়ে এলে হামলাকারীরা বাদিকে মারধর করে তার জামা-কাপড় ছিঁড়ে শ্লীলতাহানি করে। এক পর্যায়ে হামলাকারীরা বাদির গলায় থাকা ৯ আনা ওজনের স্বর্ণের চেইন এবং ভাইয়ের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এবং সাথে নিয়ে আসা আটটি দেশী মুরগি ও দুটি হাঁস রেখে দিয়ে সাথে থাকা জামা-কাপড়ের ব্যাগ নদীতে ফেলে দেয় অভিযুক্তরা।

 

এ ব্যাপারে ফতুল্লা লঞ্চঘাট পরিচালনাকারী বাপ্পির কাছে জানতে চাইলে তিনি সম্পূর্ণ ঘটনা মিথ্যা দাবি করেন। বেশি টাকা টোল আদায় করার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন সেটা আমাদের ব্যাপার। আপনার নিউজ করবেন করেন।কিছুই হবেনা।

 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার (ওসি) শেখ রিজাউল হক দিপু জানান, বিষয়টি আমি শুনেছি। অভিযোগের তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD