মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী বলেছেন, এ সরকার দেশটাকে লুটেপুটে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে। এর দায় দিতে হচ্ছে জনগণকে। তারা চুরি করবে, লুট করবে আর এদেশের জনগণ তাদের লুটের টাকার দায় নেবে। আমাদের আর কত জেলে নেবেন? প্রস্তুত থাকো আওয়ামী লীগ। ক্ষমতায় না থাকলে আপনাদের ৩০০ অবৈধ এমপিকে জেলে যেতে হবে।
(১১ মার্চ) শনিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
তিনি বলেন, সবসময় দিন একরকম যায় না। আমাদের নেত্রীকে মিথ্যা মামলায় জেলে দিয়েছেন। আমাদের নেতা তারেক রহমানকে দেশে আসতে দেন না। আপনারাও প্রস্তুত থাকেন।
তেল-নুন থেকে শুরু করে সবকিছুর দাম বেড়েছে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, দেশের মানুষ যখন খেতে পায় না তখন প্রধানমন্ত্রী আঠারো পদের মাছ দিয়ে তরকারি খান। এটা জনগণের সঙ্গে পরিহাস।
তিনি বলেন, আদানি বিদ্যুতের কাছে বাংলাদেশ বিক্রি করা হয়েছে। থলের বিড়াল বেরিয়ে এসেছে। এই বিদ্যুতের দাম হবে ১৫ টাকা ইউনিট। ভারত যেন তাকে ক্ষমতায় রাখে এজন্যই আদানির সঙ্গে চুক্তি। আমরা দিল্লির গোলামির জন্য এই দেশ স্বাধীন করিনি।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মুহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদস্য সচিব গোলাম ফারুক খোকন, যুগ্ম-আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, সহ-সভাপতি রফিকুল ইসলাম ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।