শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১১:১৬ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতি, গ্রেফতার ৭

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

(১২ মার্চ) রোববার দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

গ্রেফতাররা হলেন সাইফুল ইসলাম স্বপন (৪৯), নুর ইসলাম (৩৬), মো. রাসেল (৩৫), মো. রতন (৩৬), বাবুল হোসেন (৪৩), শাহরিয়ার মোফাজ্জল (৩১) ও মো. সালাউদ্দিন (২৭)।

এ ঘটনায় জড়িত তিনজনকে সিদ্ধিরগঞ্জের সানারপাড়, দুজনকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এবং বাকি দুজনকে চট্টগ্রাম এবং কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি নকল জ্যাকেট ও একটি খেলনা পিস্তল জব্দ করা হয়।

সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, গত ২০ ফেব্রুয়ারি পরিতোষ চন্দ্র ধর (৫০) চট্টগ্রামের লাঙ্গলমোড়া এলাকা থেকে তার ব্যবসার ৬০ ভরি সোনা ঢাকার তাঁতি বাজারে ৩৮ লাখ টাকায় বিক্রি করে টাকাসহ চট্টগ্রামে যাচ্ছিলেন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজের পশ্চিমপাড়ে পৌঁছামাত্র ডাকাতদল আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তার কাছে থাকা ৩৮ লাখ টাকা নিয়ে যায়। এ ঘটনায় গত ২৩ ফেব্রুয়ারি তিনি সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন।

গ্রেফতার আসামিদের বরাত দিয়ে পিবিআই জানায়, পরিতোষ চন্দ্র ঢাকার স্বর্ণপট্টি থেকে বের হওয়ার সময় আসামি সালাউদ্দিন তাকে অনুসরণ করতে থাকেন। পরিতোষ সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে চট্টগ্রামগামী খাদিজা পরিবহনে উঠলে তিনিও কৌশলে ওই বাসে উঠে যান। তারপর সালাউদ্দিন অপর সহযোগী শাহারিয়ার মোফাজ্জলকে ফোনে বিষয়টি জানান। পরে মোফাজ্জল, রতন, বাবুল হোসেন, সাইফুল ইসলাম স্বপন ও নুর ইসলাম কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশে অবস্থান নেন।

বাসটি সেখানে পৌঁছালে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে পরিতোষের কাছে অবৈধ টাকা আছে বলে দাবি করেন। একপর্যায়ে তাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে টাকা নিয়ে তারা পালিয়ে যান।

এ মামলার পরবর্তী তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পিবিআই।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD