শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ইয়াসমিন বেগম নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
(১৩ মার্চ) সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এশিয়ান হাইওয়ের কালাদী এলাকায় দুর্ঘটনা ঘটে। এ সময় নিহতের স্বামী তাইজুল ইসলাম গুরুতর আহতহ য়েছেন।
ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের এসআই মজিবুর রহমান জানান, তাইজুল ইসলাম ও তার স্ত্রী ইয়াসমিন বেগম মোটরসাইকেলযোগে ঢাকায় যাচ্চিলেন। পথে এশিয়ান হাইওয়ের কালাদী এলাকায় পৌঁছালে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে ছিটকে পড়ে অন্য একটি গাড়িচাপায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।